টুকরো করে ভেঙে দেবে
ভাবছো আমার মন
শক্তভাবে থাকবো বসে
এই করেছি পণ।


দেখবো তোমার মনের কোণে
রঙিন সূতায় কি জাল বুনে
কোন রঙে মন,দোলছে দোলায়
কে সে প্রিয় জন।


দু‘পায় যখন চলতে শিখি
পাঠশালাতে অ, আ লিখি
পেরিয়ে শিশু,কিশোর দেখো
আমরা সে দু‘জন।


মনের সাথে মিশে আছে
আজো দু‘টি মন।


নীলুর দু‘চোখ ভাসছে জলে
বুকের কথা মুখেই বলে
গড়ব সুখের স্বপ্ন ছিল
হবো যে আপণ


কিন্তু যে রোগ টানছে ওপাড়
গুনছি তারই ক্ষণ ।


স্বপ্ন ভাঙা মন
দেখো কি নির্জন ।