সুখের চাষ


মমিনুল হক


আকাশে নেই একটি তারাও
তারা তারার দেশে
সাদা কালো মেঘ শুধু যায়
আকাশ নীলে ভেসে।


মাটির বুকে চাষ করে বাস
করছে চাষা চাষী
ফল ফসলে রকম স্বাদ আর
ফুলে ফুলে হাসি।


মুগ্ধ খুশি যখন দেখি
ছোট্ট পুতুল মেয়ে
ছুটছে হেসে ঘর আঙ্গিনায়
খেলার সাথী পেয়ে।


আসল রূপে আসল মানুষ
ওঠে তখন জেগে
হিংসা লোভে নষ্ট জীবন
কষ্ট থাকে লেগে।