সবজি নিয়ে দেখছি শুধুই ছড়ার ছড়াছড়ি,
আমি আলু- আমি কেন খাচ্ছি গড়াগড়ি?
আমায় নিয়ে লিখছ না তো এক লাইনও ছড়া,
কেমন করে রান্না হবে সবজি আলু ছাড়া?
আলু আমি সবজি এমন সব কিছুতে চলে—
‘সর্ব ঘটে কাঁঠালি কলা‘--যেমন লোকে বলে।
সবজি তবু সবুজ নই, তাই কি ভুললে ভাই?
আলু বিনে তরকারীর স্বাদে মজা নাই।
                   —০০০—