অন্ধকার, অন্ধকার, ঘনিয়ে আসছে অন্ধকার
চক্ষু মেলে দেখছে সবাই, চোখ দুটো অন্ধ কার?
এবার তবে? ভাবছে সবে, করছে  সবাই জল্পনা
অন্ধকারে সব রঙই এক, এটা কোন গল্প না।
দেখবে যখন একের মাথা বসছে এসে অন্য ঘাড়ে
দোষী হবে নির্দোষ, আর তখন দোষী করবে কারে?
তবু আশা, জমাট আঁধার শেষে আসবে নতুন ভোর।
সবাই আছে প্রতীক্ষাতে, খুলবে ভোরে ঘরের দোর।।