‘‘ব্যাঘ্র শিকারে যাব, শোন্ বলি ভাগ্নে,
সাথে চল্, শিকারীর কীর্তির ভাগ নে।
কী কী সাথে নিতে হবে, বলছি তা‘-- লিখে ফেল।
বানানটা ভুল হলে বাংলায় হ‘বি ফেল।
বন্দুক,টোটা, টর্চ– এ তো সাথে থাকবেই,
ছাগলের সাথে নেব বাঘ শিকারের বই।
টর্চ জ্বেলে বই পড়ে খুঁটিনাটি শিকারের
আমি বলে যাব, তোর কাজ টেপা ট্রিগারের।
খাবারটা  নিতে হবে জল,রুটি, তরকারী,
দু‘জনের দু‘ডজন প্যাণ্ট নেয়া দরকারী।‘‘
‘‘মামা, বনে করবে কি প্যাণ্টের কারবার?‘‘
‘‘ধুর বোকা! পাল্টাব প্যাণ্ট,বাঘ ডাকবে যত বার।‘‘