রাম-শ্যাম দুজনায় কানে বেশ খাটো।
দুজনার আলোচনা বড় খটোমটো ।।
একজনে বলে যদি,‘যাচ্ছি দক্ষিণে‘ ;
অন্যজনে বলে,‘ঠিক, মেশা চাই লোক চিনে‘ ।
‘বাজারে অসময়ে কোথা পেলে চালতা?‘
‘তোমার বৌ কি পায়ে পরে আলতা?‘
‘মাছের বাজারে দেখি সস্তায় বাগদা।‘
‘চালতা কিনতে গেলে বালি থেকে চাকদা?‘
‘নিয়েছি নধর দেখে কচি পুঁইশাক‘।
‘মেয়ের বিয়ে ঠিক? কতই বৈশাখ?‘
‘ছেলে তো রাজিই নয় করতে বিয়ে।‘
‘এখনো খাচ্ছ লুচি ভেজে গাওয়া ঘিয়ে?‘
‘ভাবছি ঘুরতে যাব মন্দারমনি‘।
‘সঙ্গ করছো নাকি মন্দা রমণী?‘
‘সেই কবে দেখেছি কাঞ্চনজঙ্ঘা‘।
‘দেখা মোটে ভালো নয় অপরের জঙ্ঘা‘।
‘বহুদিন করোনায় হয়নি তো ঘোরা‘।
‘ঘোড়া থেকে পড়ে শেষে হবে নাকি খোঁড়া?‘
তবুও বন্ধুত্ব তাদের রয়েছে জমাটি,
তৃতীয় ব্যক্তি শুনে হেসে কুটিপাটি।
              —০০০—