ল্যাপটপ বলে ওঠে,‘নোটবই সর না;
খাতা, বই, ডায়েরী–আর না, আর না–
আমি যে একাই সব, তোমাদের দিন শেষ
ঘুমাও না যাদুঘরে, করো না আয়েস‘।


বই-খাতা বলে ওঠে, ‘ল্যাপটপ শোনো,
মোদের গর্ভে তব জন্ম– তা‘ জেনো;
আমাদের মাঝখানে সৃষ্টি তব–
মনে রেখো সেই কথা, আর কী ক‘বো ‘॥
                      —০—