মানুষের ছায়া নয়           ছায়ার মানুষ হয়
           দেখেছি যা একদম সত্যি;
ছায়া যদি নড়েচড়ে          মানুষ তাতেই সরে
           ছায়াগুলো মানুষেতে ভর্তি।
এই নেই, এই আছে         এই দূরে, এই কাছে
              দেখলেই হয় শুধু ভয়;
এক থেকে দুই হয়          তারপরে পাঁচ ছয়
            শেষকালে এসে থামে নয়।
বড় বড় চোখ গুলো          কান নয় যেন কুলো
             চুলগুলো যেন মুড়োঝাঁটা;
দাঁতগুলো সাদা মূলো           সারা গায়ে কালি ধূলো
             দেখলে শিউরে ওঠে গা‘টা।
ঘুমের মধ্যে কাল দেখেছি        সাথে সাথে সব লিখে রেখেছি
             তখনো কাটে নি তো ঘোর।
সকালে উঠেই দেখি              ওরা সব আছে নাকি
            এখন তো হয়ে গেছে ভোর।।
                        —০০০—