মোটা মোটা বই ঘেঁটে করে পড়াশোনা,
মশা নিয়ে করলাম বড় গবেষণা।
গরমেতে মশারিতে আসে না তো ঘুম,
শরীরের ক্ষতি করে মশা মারা ধূম,
মশা বিতাড়ক তেলে কমবেশী ক্ষতি–
অবশেষে গবেষণা অগতির গতি।


শুয়ে পড়ি মশারিতে গুঁজে তিনদিক,
তুলে রাখি মশারির বাকী একদিক।
মশারিতে মশা ঢোকে পিলপিল করে,
কিছু পরে মশারিতে মশা যায় ভরে।
মশারিতে সব মশা করে রেখে বন্দী,
আমি শুই বাইরে–এই হলো ফন্দি।
মশারির বাইরে ঘরে নেই মশা,
সেখানেই শুয়ে পড়ি, ঘুম হয় খাসা।