দেখতে সবুজ, খেতে ভালো, সবজি আমি পটল
তবু কেন মরার কথায় বলে, ‘পটল তোল‘ ?
দেখতে আমি কেমন ভালো? সবাই সেটা জানে।
‘পটল চেরা‘ চোখের সেরা, সে তো সবাই মানে।
গায়ে আমার ডোরাকাটা, সব্জি সবার সেরা
রয়্যাল বেঙ্গল বাঘটি যেমন, গায়ে কাটা ডোরা
বলছ বুঝি – দু‘পাশ সরু আমার গড়ন?
সে তো ভালোই, বাদ্যিযন্ত্র ঢোলের মতন।
ঐ ঢোলেতেই কীর্তন হয় হরির নামের
বাজার গেলে আমার কদর বুঝবে দামের।
দোলমা খাও আমার পেটে চিংড়ি পুরে
এমন খাদ্য আর পাবে না বিশ্ব ঘুরে।
অমর আমি টেনিদার গল্পের পাতায়,
‘পটলডাঙা‘ আজও আছে মধ্য কোলকাতায়।