জরুরী বিধায় এই লিখিতেছি পত্র,
উত্তর পাঠায়ে দিবা পত্রপাঠ মাত্র।
তব তরে দেখিয়াছি দুইখান কনে,
পত্রপাঠ জানাইবা চাও কোন্ জনে।
একজনে হইল বেঁটে,মোটা,কালো
অন্যে লম্বা,রোগা, রং তার ধলো।
লিখিতেছি পত্র এই, নাহি তব মাতা;
থাকিলে লিখিতেন তিনি– ইতি তব পিতা।


তব পত্র পাইলাম ডাকে আমি অত্র
উত্তর লিখিতেছি তাই এই মাত্র।
ঠিক ঠিক বাছিয়াছো দুই খান পাত্রী,
দুয়ে মিলে করিবেক কাজ দিবারাত্রি।
একজনে করিব বিয়া, বধূ মোর হবে;
অপরে করিবে তুমি,মাতা মোর তবে।
এক লগ্নে দুই বধূ আসিবেক ঘরে–
এ নিদান রাখিলাম ব্যয়-সংক্ষেপ তরে।
অনেক ভাবিয়া এই লিখিলাম পত্র;
প্রণাম লইও পিতা– ইতি তব পুত্র।
                 —০—