আমি আর এখন তো স্কুলে যাই না;
স্কুলে এখন যে ডিম ভাত দেয় না।
ক্লাসে অঙ্ক দিলে আমি খালি পেটে
কষতাম, ভুল বলে স্যার দিত কেটে।
মাষ্টার  বোর্ডে  পড়া যেত বলে,
ঢুকত না কানে পড়া পেটে খিদে পেলে।
ছেড়ে স্কুল তাই, ভুলে পড়ালেখা –
এখন করছি গাড়ী মেরামতি শেখা।
খাবার ও টাকা জোটে শিক্ষার সাথে,
মাকে দিই সেই টাকা ফিরে রোজ রাতে।
এটাও  শিক্ষা এক, হাতেরই কাজ–
একে সম্মান করি, নেই এতে লাজ।


একদিন স্যার এলো গাড়ী সারাতে
বলল,‘‘মুখ্যু তুই লেখাপড়াতে।
পারবি কি সারাতে আমার এ গাড়ি?”
বললাম,‘‘একবার চেষ্টা তো করি।
ক্লাসের পড়াশোনা হয় নি তো শেষ,
গাড়ীর কাজটা তবু শিখেছি তো বেশ”।
অচিরেই ঠিকঠাক চালু হোল গাড়ি,
স্যার বলে,‘‘ আমরা তো বেকার গড়ি;
মোটর গ্যারেজ এক স্কুল বটে,
শিক্ষা ও জীবিকার মিলন ঘটে।”
              —০০০—