আমি তোমার স্বপ্নে এসেছি বারবার,
হাতে চাবি নিয়ে খুলে দিয়েছ,
বন্ধ দরজার তালা।
তবুও ধরা দাওনি!
আমার জীবন কালে।
আমার মুক্তি হয়নি পৃথিবীর সাথে,
পচা দুর্গন্ধে ভরা জীবন কাটছে,
মরনের পরেই জ্বালা।
অন্ধকার আচ্ছাদিত পৃথিবীর কোন জুড়ে,
আমি ঘুরে বেড়াই একা ভবঘুরে,
অতীত আঁধারে স্মৃতি তবু মনেপড়ে।
ঘরমুখে দাঁড়কাক সেজে বলার আশায়,
উড়ে এসে শুধু বসে রয়,
ওই খোলা জানালায়,
অব্যক্ত কথা অসমাপ্তই থেকেযায়।
মরনের পরেও।