পাগল মন তোর কাছেতে ধরা,  
সে অনেকদিনের আগে।
দিনের স্মৃতি টাটকা তাজা,
বিদায় বেলায় ঝাপসা ভাসে।
সত্যি কারের কারন টা ঠিক কি ,
এখনো বুঝে উঠতে পারি নি ।
হয়তো এমন অকারণে ,
মন দেওয়া নেওয়ার নামই প্রেম।
তুই হয়তো ভাবিস "মাথাটা গেছে" -
কিন্তু সত্যি করে বলতো ,
এভাবে কি ভালোবাসা যায় ?  
কার্য ,কারন, পিথাগোরাস আর্কিমিডিস -
এ সবের সুত্রে বাঁধা নাই বা পড়লাম ,
নাই বা ঠোটেতে ঠোট ছুঁইয়ে ,
বুঝে নিলাম তোর ভালোবাসার নীলচে রঙ ।
তবু তোকে এক ঝটকায় ,
অন্য কিছু না ভেবে ডাকতেই পারি -
ঐ চেনা কৃষ্ণচূড়ার ছায়ায় ,
যদি আর একবার শেষ থেকে শুরু হয় ।
মিলিয়ে দেখে নিতে পারি মনের,
গরমিল হিসেবের ফাইফরমাস ।