রৌদ্রে পুড়ে জলে ভিজে, ইটের ওপর ইটখানি রেখে,
অট্টালিকা যে বানায় তারা, আপন শ্রমের সময় দেখে ।
অনেক বাঁধন পরে, কত শত ভালবাসায় আজ,
ধুসর মাটির রঙে, ক্লান্তিহীন আপসহীন সমুদ্রের সাজ,
নিজে ভিখারীর মতো, আপন শ্রমের মুল্য নিয়ে হাসে ।
শুধু ছলনায় বিবর্ণ, কেবল শুকনো ঢেউয়ে ভাসে ।
দারিদ্রতার টানে কখনো জোয়ার কিম্বা ভাঁটায়
অপুষ্টিতে, অনাহারে থেকে, আজ তারাই সব হারায়
সুখী লাক্সারি জীবনে কি কভু - দিতে পারা যায় ?
সেই শ্রমের দাম, মহাসুখে বসি অট্টালিকা পরে,
কর্ম ক্ষমতাহীন, বয়সে বৃদ্ধ, সেই অট্টালিকা ধরে
স্মৃতিগুলিকে জড়িয়ে রেখে, আজও হিশাব কষে যায়
না পায় পেনশেন, শুধু কর জোড়ে ভিক্ষা চায়
একটাই প্রশ্ন -রাজমিস্ত্রির, জীবনভোর সেবার পরে
----শূন্য হাতে কি কেউ ঘরে ফেরে?-বাপি মিশ্র