অহিংসা পরমো ধর্মঃ
বিবেক কি থাকবে অন্ধকারে?
বাঁচতে হলে মৃত্যু চাই, হে বিশ্বস্বামী !
বহুবার বলেছি, আচরণে রুখে দাঁড়া
রাগ সবথেকে বড় শত্রু, হে অন্তর্য্যামি !
ত্যাগিই, অহিংস মানব, আতঙ্কহীন সমাজে,
অসতো মা সদগময়ো, তমোসো মা জ্যোতির্গময়ো।।
ক্ষমা হি পরমো ধর্মঃ
দয়া, মায়া, সহনশীলতা, নির্গুন হয়েই যাবে?
মানবতা বোধ, বিচার বোধেই সম্পুর্ন মানুষ !
জ্ঞানের প্রকাশ রুদ্ধ, অভিশপ্ত অভিলাষায়
সঠিক বিচার বুদ্ধি, কাদের বিবেচনায় !
ত্যাগিই, অহিংস মানব, আতঙ্কহীন সমাজে,
অসতো মা সদগময়ো, তমোসো মা জ্যোতির্গময়ো ।।
ধর্ম রক্ষ্যার্থ্যায় ভবতু
বিপদে, রক্ষা করার, সমাজে কেউ নেই?
চাই জাগরিত মানবতা বোধ হে অন্তর্য্যামি !
জাতির ধর্মান্তরিতকরণেই, অধর্মীর জন্মদেয়,
নির্বিশঙ্ক জিবনের প্রধান অন্তরায়, হে জগতস্বামী !
ত্যাগিই, অহিংস মানব , আতঙ্কহীন সমাজে,
অসতো মা সদগময়ো, তমোসো মা জ্যোতির্গময়ো ।।