শুরু হয়েও শেষ নাহি হয়,  
জীবন পথের একি মহিমা।
মায়ার সংসারে শুধুই ছলনা,
কেউ ভরে কেউ শুন্য পেয়ে,
আপন ভেবেই গরব করে,
শেষ জিবনে মুদিলে নয়ন,
কেউ তারে নেই আহ্বান,
সঙ্গে কিছুই যাবে না।
শূন্য খাঁচা পড়েই রবে,
শুধুই হবে আনা গোনা।    


লাভের আশায় আছে সবাই,
লোকসান কে বা ভাবে।
যাবার সময় শেষ আশাটায়,  
লাভটা যদি বেশি হয়,
স্ত্রী পুত্র পরিবার,  
চোখের জলে বিদায় দেবে,
মায়া ভরা এ সংসারে,  
কেউ ত কারো হবেনা।
কায়াটুকুও পুড়িয়ে দেবে,
তোমার কিছুই রবে না।  


বাঁচার ইচ্ছা থাকলে পরেও,
থাকার কোন উপায় নাই।
মায়ার সংসারে স্মৃতিই রবে,
আর তো কিছুই রবে না,
জন্ম হলেই মৃত্যু হবে,  
অমর কে কোথা রবে,  
আপন ঘরেই করলে চুরি,
ভক্তি শ্রদ্ধা ভালবাসা।
এই জীবনে সব হারালে,
আপন পরও বুঝলেনা।