আশ্বিন আগত প্রায়, সম্মুখে মহালয়া,  
আশ্বিনের মেঘ আনে ঝড় বৃষ্টি বাদল,  
সাথে নিয়ে আসে সমৃদ্ধি, আনে কাশফুল।  
দুর্গাঠাকুর মাগো তোমার দশটি যদি হাত!
অসুরটাকে মারছ কেন? ভীষণ অপরাধ!  
আজ সবাই মিলে করেছে, তারি প্রতিবাদ,    
দশ অস্ত্রে সজ্জিতা হাতে মর্তে নেমে হায়!    
মা দুর্গা দুর্গতিনাশিনী তুমিও অসহায়!  
মা আসা, থাকা অথবা কৈলাশে ফেরা,  
সেটাও আজ নির্ধারণ করে অসুরেরা।  
জানো, কি ক্ষমতার অধিকারী অসুরেরা!
ব্লক সুপার ভাইজার থেকে শুরু করে,
থানা সেক্রেটারি এমনকি স্থানীয় বিধায়্‌
সকল দন্ডমুন্ডের কর্তা এদের তরে।    
গরীবের সহায় একমাত্র দুর্গতিনাশন,
আর তাই আবাহনী গান গায় জনগণ।
জনপদে বহিত হোক আজি আনন্দধারা,
দুর্গা দুর্গতি নাশিনী তুমিই শক্তি, তুমিই মুক্তি,  
এবার পরাজিত হোক সমস্ত আসুরিক শক্তি।