জীবন! বিশ্বাষটাই হারিয়েছে আজ,
প্রদীপের শিখার মতোই ক্ষন জলন,
জীবন বিশ্বাষ কেই খোজে সর্বক্ষন।
পুর্নপাত্রের তলানিতে স্তরীভুত সাজ,
আশা নিরাশার পাতে, বিষম মিলায়,
ছেড়া দোলনারই মত দোল দোলায়।
একপেশে হয়েই যায়, ক্ষনিক আশা,
বসন্তের শ্যামল সবুজ, ক্ষরা ভরসা,
পুব আকাশে সুর্যে লেগেছে গ্রহণ।
সাহিত্যে মনন,সাহিত্যে হচ্ছে মরণ
বিশ্বাষ অবিশ্বাষের চিন্তায় রাতভর,
বিষন্নতায় ভরে জীবন, প্রাপ্তি অসার।
স্বপ্নঘোরে বিশ্বাষ আশাবাদী জীবনে,
বিশ্বাষযোগ্যতা হারায় সবার মনে।