স্বাধীন দেশে স্বাধীন সবাই,
পরাধীনতার ভয় নাই।
ভারতবাসী বলে জয় হিন্দ,
সত্তরের স্বাধীন হিন্দ।
জলধির মুক্ত আনাগোনা,
পাখিদের উড়ার ডানা।
প্রজাপতিরা প্রকৃতিতে মুক্ত,
ফুলে পরাগযোগে যুক্ত।
কবির কলম পেয়েছে স্বাধীনতা,
সাহিত্য দিয়েছে মান্যতা।
স্বাধীনতায় সুরক্ষার আকাঙ্ক্ষা,
নারীদের স্বাধীন সুরক্ষা।
কে আছে যে করবে প্রতীকার,
এই হীন স্বাধীনতার?
নারীরা স্বাধীনতা কি পেয়েছে ,
মুক্ত স্বাধীনতা এসেছে?
বীর বিপ্লবীর অসার চিন্তন,
ফিরেছে কি মায়ের সম্মান?
তবুও বলতে হয় জয় হিন্দ ,
বন্দে মাতরম। জয় হিন্দ।