ওই শোন মা আসছেন........................
বছর বাদে মা আসছেন, প্রতিক্ষার হবে অবসান।
মেঠো পথ বেয়ে, কাশফুল ঝরানো পথে,
ঘাসের আগায় মুক্তা বিন্দু , শিউলিতলা ঝরা ফুলে।
দিঘি ভরা জল , ভরেছে যে নীল কমলে,
আকাশে বাতাসে, সুরে ভাষে, মায়ের আগমনী গান।
ওই শোন মা আসছেন........................
হে মা শারদা! পদযুগল বন্দনায় তোমার আহ্বান।
অষ্টশত নীলকমলে হবে মায়ের বোধন,
ষষ্ঠী থেকে নবমী, অসুর নিধনের অকালবোধন।
সবার শেষে দশমী তে মায়ের বিসর্জন,
বিপন্ন সমাজে রক্ষা কর মা বিবস্ত্রা নারীর সম্মান।
ওই শোন মা আসছেন........................
অসুর নিধন যজ্ঞ হবে, তারপরেতেই অসুর বলিদান।
একটা অসুর মারবে, এ কেমন বিচার?
শহরে নগরে গ্রামে প্রান্তরে দেখছ মা!...কত অসুর।
অমাবস্যা দুর করে পুর্নিমায় কর ভরপুর,
অসান্ত হৃদয় শান্ত করো মা, পুর্ন কর মন প্রান।