অতশীপর বৃদ্ধা ও নাতনী কুঁড়ে ঘরে থাকে,
অনতিদুরে এক বিরাট বাড়ি চোখে পড়ে।
বারান্দা থেকে আধুনিকতার ছায়া আকাশকে,
বন্ধুত্ব জানায়, তাই চেয়ে চেয়ে দেখে, মনে মনে,
চাপা অভিমান আছে, গোপনে, চোখের জলে।
চেয়ে থাকে বাড়ির পানে।
হটাৎ সেদিন শয়ন কক্ষের বাইরে,
ঘরে জন্ম নিল এক অশ্বত্থ চারা।
আনন্দে আত্মহারা, মনের পর্দায় আগামী,
দিনের ঘটনা, মেলেদিল বাবুয়ানার মহিমা,
চারাগাছ বলিষ্ঠ, দুরন্ত উচ্ছাসে বেড়ে উঠে।
অধিকার প্রতিষ্ঠা করবে "মা"।
ছোট চারা গাছ হাওয়ায় দোলে,
আর, কান পেতে পেতে শোনে।
বাড়ির ভেতরে আধুনিকতায় মোড়া গোপন,
কথা, পরিচারিকার গর্ভস্থ সন্তান কি না পারে?
অধিকারে বাবুয়ানার অহংকার জড়িয়ে যাবে।
অশ্বত্থের শিকড়ে শিকড়ে।
আধুনিকতার পরাজয় মেনে, বৃদ্ধা ও নাতনীর,
কপালে উঠবে জয় তিলক, বহুদিনের স্বপ্ন সার্থক।