সত্যই ভালোবাসা বোঝনা, বুঝতেও চাওনা!
তুমি ওকে আর.......প্রেমিক হতে বলোনা,
কোনদিন তুমি আর ধারে কাছেও যাবেনা!
তুমি ওর যোগ্য.....মনে করতেও পারবেনা।
কখনো অভাবে কাঁদনি, মনথেকে ডাকোনি,
তোমার ভাবনার দুয়ারে ছবিভেষে ওঠেনি।
শ্যামলা বরনি কন্যে, বিয়ের পিঁড়িতে বসে,
অজানা এক নতুনস্বপ্ন লাজুক নয়নে ভাষে।
ভেবেছিলে সেদিন, কেন ওই ছেলেটাই এল?
সবার সাথে হাঁসিমুখে সেদিন দেখা করেছিল।
কেন যে অশ্রুকণা.....চোখের কোনে ঝরে!
কেন দেখলে? যদি....ভালোনা বাসো তারে।
চোখে জলনেই, হাসিভাবে সুধু কান্না কান্না!
অন্তরে অন্তরে বেদনা, আর বিরহের যন্ত্রণা।
হৃদয়ে জ্বলে আগুন,..........হৃদয় পুড়ে যায়,
অপ্রকাশের এই জ্বালা..তুমিও বুঝলেনা হায়!