গভীর ঘুমের মাঝে আমি স্বপনে দেখি,
আমার আমিত্ব আমায় সন্দেহ করে।
জিঞ্জ্যাসা করে, আমি মানুষ তো?
মাঝ রাতে যখন আকাশ দেখি,
বিষন্ন চন্দ্রের যন্ত্রনাময় চোখে!
অক্ষমতা প্রবল, আমি বুঝতে পারি,
যে রমণীর ঠোঁটে সমুদ্র ঢেউ খেলে,
বেনারসি শাড়িতে তন্বীকে,
ছড়িয়ে দিতে হয় যৌনতার উত্তাপ,
বুঝতে পারি তার শারীরিক ভাষা।
বিনিময়ে এ যে প্রেম নয়, লালসা!
মেঘবতী আঁচল খুলে অভ্যর্থনা জানায়,
প্রতি সুর্য্যাস্তে মৃত্যু আসত সেথায় !
শুধুই রক্তাক্ত, ক্ষত - বিক্ষত তুমি,
তবুও মৃত্যু আসে না - জানি আমি।
বেঁচে থাকার ইচ্ছেগুলো নিরুপায়, অন্ধকারে ভাসে,
স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে, অবশেষে -
অন্ধকারও লজ্জা পায় আমার অক্ষমতায়।
যন্ত্রনায় কুঁকড়ে যাই আমি,
প্রবল সন্দেহ জাগে আমার মনে,
আমি মানুষ তো...!