কোন এক আঁধার রাতের ক্রোড়ে,
পুব আকাশে সন্ধ্যা তারা পড়বে ঝরে,
তারা ফিরবে বলে চন্দনে সোহাগে মাখানো
অদুরে আসনে বরন সাজানো ।।
প্রদীপ, কুণ্ড হাড়ি, ধুপ ধুনা, ফুলমালায়,
হবে, আমার অস্থিসজ্জায় হোম --
একটু আগুন পাই কোথায় ?
পুরাতন প্রস্তরযুগও পেরিয়ে আসায়,
একটু আগুন দেবে আমায়!
পৃথ্বী লোকের মায়া মমতা ত্যাগ করে,
অসমাপ্ত সবকিছুতে মাথানত করে,
চলে যেতে হবে অজানা পথে।
অন্তিম যাত্রায় শোকাকুল পরিজনেরা,
বিদায় জানাবে ওপারের পথে।