"প্রকৃতি মা"


মানুষেরও আগে, ছিল যে পৃথিবী,
প্রকৃতি মায়ের আদল।
যতো ছিল প্রাণ, সবুজ ধরাতে,
নিষ্পাপ, নির্মল।


ছিলো যতো রঙ, ছিলো যতো রূপ,
আদিম গোধূলি বেলায়।
নব কলেবরে সাজিবে আবার,
নতুন রঙের মেলায়।


ভেঙেছে মানুষ সকল নিয়ম,
যা ছিল তার আধার।
করেছে বিনাশ সবুজ বনানী,
জীবেরে করেছে সাবাড়।


কি ভেবেছিলে? ভুলে যাবে সে,
তোমাদের অন্যায়।
হিসাব নেবে সে কড়ায় গণ্ডায়,
মেতেছে নিঠুর খেলায়,


আজি প্রাণভয়ে কাঁপিছে মানুষ,
নিঠুর বীভৎসতায়।
গনিছে প্রমাদ, হইয়া মরিয়া,
খুঁজিছে বাঁচার উপায়।


নিয়তির থেকে, নিজেকে লুকায়ে,
করেছে অন্তরিন।
দূষণ কমিছে , দুষিত সমাজে,
শুধিতেছে মহা ঋণ।


কংক্রিটে ভরা, দুনিয়াতে আজি
জনতা কার্ফু জারি।
বনের হরিণ, সাগর কূর্ম,
অভয়ে বেড়ায় ঘুরি।


কেটেছে ধোঁয়াশা, থেমেছে শকট,
আকাশ হয়েছে নীল।
বুকভরা শ্বাসে, আজ নির্মল বায়ু,
উড়ীছে শঙ্ক্ষচিল।


আজ হাসিছে প্রকৃতি, বুঝিছে মানুষ,
ত্যাজিতে হইবে সব।
যাহা কিছু ছিল, প্রাণাধিক প্রিয়,
মায়া, মোহ, সংশ্রব।


আজি করো পণ, করো হে শপথ,
করজোরে ক্ষমা চাও।
পাও যদি শুধু, বারেক সুযোগ,
প্রকৃতি বাঁচিয়ে যাও।


প্রকৃতির এই প্রতিহিংসায়,
বিনাশ তো নিশ্চয়,
তবু আশা রেখো, কুসন্তান যদিও তুমি,
'কু' মাতা কভূও নয়।


(C) Bappaditya Nag