কবিতা তুই আমার বুকের শালদুধ
কলম দ্বারা প্রসব করিয়া কালিতে মিঠাই শোধবোধ।
নিত্য ঝরিস আমার তপ্ত হৃদ ছেড়ে
বল পয়েন্টের সূক্ষ্ম একটা চিড় ধরে।
প্রসব করেই স্পর্শ করি অনামিকায়
মধ্য-বৃদ্ধা-তর্জনীর আলতু নরম উষ্ণতায়।


আমি শিরা তুই রক্ত, বয়ে চলিস সারাক্ষণ
কালো রক্ত প্রবাহতে ঝাপসা করলি এই জীবন।
কল্পনায় তুই উদার আকাশ, অসারতায় মোর সাথে
সূর্য হতে আলো নিব, স্বপ্ন হবি আজ রাতে?


সদ্য জন্মা একটি শিশুর যেমন থাকে মাতৃপ্রেম
মোর মমতা ঠিক তেমনি, তুই তো আমার প্রাণশ্যাম।
প্রভাত হতে শোভা নিয়ে গড়ব একটি অভিধান
বিশ্ব হতে শব্দ কুড়ায়ে জন্মে দিব সংবিধান।


কবিতা, তুই শুধুই আমার মনের শক্তি
মস্তক ভেঙ্গে বাহির করি, পর্বত ভেঙ্গে প্রীতি।