কোথা হতে খাদ্য আনে স্থির বৃক্ষ
ছায়ার গভীরে থেকে প্রশ্নাকুল পথিকের মুখ
কী করে ফলে আসে নির্ণেয় স্বাদ
মাটিতে যখন লবণাক্তের এত অসমাপ্ত ঘুণ...


প্রশ্নে মন নেই বৃক্ষের......
আসন্ন ঋতুতে ফল না বিলোলে শরীর সইবে জানে গঞ্জনার করাত


কত শাস্ত্রহীন গুহায় বেঁকে যায় ঘুমন্ত শেকড়
জানে কি পুষ্পের আগমনে উদ্বেলিত দুপুর?
কত অন্ধকার শুকে বর্ণে আনে মিহি তাপ
শীতার্ত ময়ূরের বুকে আজ তার কবজ ঝুলুক


তবু ক্রোড়পত্র উন্মোচিত করে ঘ্রাণাতুর দক্ষিণা বায়ু
কানাকানি সমগ্রে প্রিয়তা পায় ইতিহাসের বাড়ন্ত সেগুন


জীবন ও মৃত্যুর মাঝে আশ্চর্য এই সময়ের দ্বীপ
পাথরে শেকড় গেঁথে গেলে ব্রেকিং নিউজ পায় কি বনের সবুজ?


(২০২১)


(কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)