দীর্ঘশ্বাসের সমান আয়ু নিয়ে ঢুকে পড়েছি আহ্নিক গতির আবর্তে।পথ চলতে চলতে ভেবেছি মানুষ তার ছায়ার সমান অবয়ব,আলোর পরিভ্রমণে অবশেষে দেখেছি উর্ধ্ব-পতন।


ফড়িঙের লেজ ধরতে ধরতে বালককে কখনও যেতে হয় ডাইনোসরের টেবিলে।পরিপাকতন্ত্র শেখার আগেই শরীর থেকে বেরোয় তরলীকৃত গন্ধ।


তিলে ফোটা নারীও হতে পারে অন্ধ ও প্রতারক।সমস্ত পাহাড় বহন করে তেলহীন চোখ-পাপড়ির মত নীলামে উঠতে পারে হাতঘড়ি।


কবিও কি শিকারী নয়?জলে ভেজা কালো চোখেই হতে পারে জাহাজডুবি।


সে স্বপ্ন প্রত্যাগত।হৃদয় তো দূরবর্তী ব্যাপার এখনও খাতায় জমেনি একটুকরো কবরের মাটি।