কবিতায় চেতনা একটা বড় ব্যাপার।সব বড় কবিদের জীবনই গভীর চেতনা তাড়িত।চেতনাই তাদের দিয়ে লিখিয়ে নেয়,চেতনাই তাদের নতুন পথ নির্মাণে সাহায্য করে।


রবীন্দ্র-নজরুলের ভাবময়তা ও দেশপ্রেম,তিরিশের পাশ্চাত্যচেতনার ভেতর জীবনানন্দের প্রকৃতিগত অস্তিত্বচেতনা কিংবা বাংলার উত্তাল সময়ে শামসুর রাহমানের স্বাধীনতাচেতনা,আল মাহমুদের শিল্পমানসে লোকজ শব্দের গুরুত্ব--এর সবই খুব গভীরভাবে ধারণ করা বিশেষ জীবন চেতনার ফসল যা রূপায়িত করেছে তাদের শিল্পচেতনা।


বস্তুনিরপেক্ষ শিল্পচেতনা একটা ফ্যাশনমাত্র।বড় চেতনা,জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গী না থাকলে  শুধু শব্দ ব্যবহার ও প্রকরণের দক্ষতা কাউকে স্মরণীয় করে রাখতে পারে না।তার সমকালেও ন্যূনতম তরঙ্গ তুলতে সে ব্যর্থ হয়।