ঈশ্বর হে,স্বস্তি মাঝে কেন তুমি নাই
অপঘাতে তোমাকে যে পাই
ভাগ্য তুমি গড়লে যদি এমন হত ভাগ্যে
কেমনে তোমায় ভালবাসি অথই অনুরাগ্যে
ছোট্ট খোকার পুতুলেতো নেই ছিটে প্রাণ
তবু তারে কত সে করে রঙিন জামা দান
চিন্তাতে তার ঘুম আসেনা
এক্কা দোক্কায় মন বসে না
মাঝ রাতেতে ঘুমটি জেগে
ডাকে আমায়,বলি রেগে
কি হল তোর রাতে এত
এবার একটু ঘুমিয়ে নেতো
সে তবু তার পুতুল ঘরে
উকি মারে কেমন করে
বুকের মাঝে পুতুল পুতুল
রব উঠে তার তুমুল মাতুল।
তুমিতো নও অবুঝ খোকা
প্রাণের পুতুল খাচ্ছে ধোকা
দুঃখ শোকে উঠছে কেঁপে
বাঁচছে হাজার ক্ষত চেপে
তোমার কিগো হয়না ব্যথা
সৃষ্টি ভুলে স্রষ্টা কোথা
কেমনে তুমি পুতুল গড়ে
খেলা দেখ চুপটি করে
তোমার পুতুল কাঁদে যখন অশ্রু চোখে
কেমন সুখে থাকো তুমি স্বর্গ লোকে ?