এর শেষ কোথায়?
এই অনিদ্রা,এই স্বপ্ন ভঙ্গের শেষ কোথায়?
জানিনা,কেন যে আমার প্রহর গুলো হয়ে গেছে নেশাতুর
কেন যে আমি আজ বিভ্রান্ত,বেভুল
কেন যে আমি জানলার শার্সির মত ভেঙে গেছি
জানিনা এর শেষ কোথায়।


তুমি কি জানো?তুমি কি বুঝ?
কেন নিজেকে মনে হয় জীবন্ত শব
কেন আমি দিন এলে রাত চাই
রাত এলে চেয়ে থাকি ভোরের আশায়।


জীবন কি শুধুই দহন?
জন্ম কি পাপ!
আমি কি এক নষ্ট আমি?
এই পান্ডুর,এই স্রষ্টাহীন সময়ের শেষ কোথায়?


আমার আরেক নাম দুর্ভিক্ষ রেখো
আমার প্রেমের স্মৃতি  শ্মশানে পুড়িও
আজন্ম জন্ম বিষাদ সয়েছি ক্ষয়িষ্ণু আমি এক,
জীবনের মাঠে তিল তিল ঘামে করেছি মৃত্যুর চাষ।