আমার কবিতারা গত রাতে আত্মহত্যা করতে চেয়েছিল
এক সাথে একবারে পথে নেমেছিল
আমি তাদের ফিরিয়েছি অনুনয়ে।


এক কবিতা আমার ধরেছিল টেনে হাত
আরেক কবিতা শার্টের কলার চেপে
দেখিয়েছিল দাঁত।
কোন কবিতা বা টানছিল ধরে নাক
কোনটা দাড়ি,গোফ,চুল বা কান
এরই মাঝে বাচ্চা একটি কবিতা
আমার চোখেতে দিয়েছিল স্নেহের চুম্বন।


এক কবিতাকে দিয়েছি কিনে চকলেট
এক কবিতার হাতে দিয়েছি ফুল
কোন কবিতা বা নিয়েছে কেড়ে হাতের সিগারেট
কোনটা বা খেয়েছে মুখ ভরে পান
আবার কিছু কিছু বড্ড বেয়াড়া কবিতা
ঢক ঢক করে লাল চোখে গিলেছে মদ।


রোজ রাতে এরা আমার ভেঙে দেয় ঘুম
যখন তখন কেড়ে খায় পাতের খাবার
কেউবা চাইনিজ খায়,কেউবা ডাল ভাত
কেউবা বিরিয়ানি,চপ
কেউবা চা খেয়েই করে দেয় দিন পার
কেউ কেউ নাওয়া খাওয়া ছেড়ে
রাস্তায় দাঁড়িয়ে দেখে তরুণীর কালো চোখ।


আমার কবিতারা কথা না শুনা অবাধ্য তরুণ
স্মৃতির পথে ঘাটে প্রচন্ড পাহাড় ভাঙা
পথিকের মত উদগ্রীব।
আমার কবিতারা আমার অতীত ও ভবিষ্যৎ
এবং বর্তমানের দারুণ ক্ষরণ।