কবিতার অন্যতম উপাদান রহস্য সৃষ্টি।


আদ্যিকালে সামান্য চাঁদ,তারার নাম করলেই পাঠকের মনে রহস্য তৈরি হত।এ যুগে বিজ্ঞান অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের উপর আলো ফেলায়,মানুষের জীবনে রহস্যের এলাকা এসেছে কমে।


ফলে রহস্য সৃষ্টিতে কবিদের প্রতিকূলতা গেছে বেড়ে।
সেই সাথে বিজ্ঞানের অভিজ্ঞতা নিয়ে কবিতায় নতুন মোড় নেওয়ার সুযোগও সৃষ্টি হয়েছে প্রচুর।এখন শুধু দেখার পালা একবিংশ শতাব্দীর বাংলা কবিতা কার হাতে নতুন কন্ঠ পায়।সেই ধ্বনি শুনার অপেক্ষায় আছি।কিন্তু তার জন্য চাই আত্মমগ্ন কবি।শখের কবি দিয়ে নতুন বাঁক আসে না।শুধু তার পুনরাবৃত্তিমূলক নির্বাকতা প্রকাশ পায়।