পাহাড় সমান করজোড়েও হাতের কাছে ছাইদানিটা গন্তব্যহীন


তবু তুমি অরণ্যের ওজনে জল নেবে


জলের ওজনে মানুষ মাপবে।


তবু তুমি প্রেমের পথে একশো একটা রথ চড়াবে


তিলসমগ্রে সার্বজনীন পরাকাষ্ঠার রূপ দেখাবে।


তোমার এখন সকল কিছুই শিল্পগত মনোভূমে


সিডিউসড এর ভাষ্য হবে অন্তর্গত কৌতুকতা।


....


আমি পাহাড়ের দিব্যি দিলেও


একটুকরো পাথর সমান ওজন হবে না


তোমার কাছে।


(কাব্যগ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)