এসো বেলা?
দুঃখ দিয়ে দুঃখ মুছি!


আমারও অনেক জমে আছে ব্যথার বহর৷
কতো প্রহর না ঘুমিয়েই কাটিয়ে দিলাম৷
চাঁদের আলোয় যাচ্ছে নিলাম
ভুল হারানোর শোকের কথন৷


তুমিও বুঝি করছো যতন
ফেলে আসা অতীত ব্যথার৷


কে ছিলো কার,
সে হিসেবের গরমিলেতে
হারিয়ে যাবে অন্ধকারে৷


এসো আবার হাতটি ধরে আবির মাখি,
এ বরষায় দুঃখ ভুলে,
হৃদয়শীতল উষ্ণতাতে
নতুন করে বেঁচে থাকার
স্বপ্ন দেখি৷