যে বৃক্ষের সুনিবিড় ছায়াতলে
জন্ম নিয়েছিলো একটি রাষ্ট্র!


যে বৃক্ষের সুনিবিড় ছায়াতলে
শব্দ থেকে শতো কবিতা!

যে বৃক্ষের সুনিবিড় ছায়াতলে
রংতুলিতে শতো শিল্পী!


যে বৃক্ষের সুনিবিড় ছায়াতলে
অনুভূতিতে শতো প্রেম!


সে বৃক্ষকেই শেকড় থেকে
ছিন্ন করেছে সেই রাষ্ট্র৷


তোমার পাশে আজ কবিতা আছে
তোমার পাশে রংতুলি
তোমার পাশে আছে প্রেম
রাষ্ট্রের পাশে ক্ষমতার হাতগুলি৷


বৃক্ষের পাশে কেউ ছিলো না
কেউ থাকেনি শেষ বেলাতে
রাষ্ট্রের সাথে নীরব সবাই
উন্নয়নের এই খেলাতে৷