ঝড় থামার মতোই,
থেমে গেলো আমাদের প্রেম৷  
পড়ে রইলো ধ্বংসের লীলাভূমি৷


চলে গেলে সুনীল দিগন্তে৷
ফেলে রেখে গেলে লণ্ডভণ্ড ঘরবাড়ি,
শেকড় ছেড়া গাছপালা,
উপড়ে পড়া ফুলের বাগান৷


রেখে গেলে খা খা রোদে পোড়া,
          নিস্তব্ধ সময়৷


সুখের প্রতিটি সুতো ধরে যখন,
           পাপেটশো খেলছো !
ঠিক তখন,
        নিঃস্ব অসহায় পাখির মতো
খড়কুটো কুড়োচ্ছি, একটি আশ্রয়ের জন্যে৷
এদিক টানি, তো ওদিক জলে ভেসে যায়,
এদিক শুকাই, তো ওদিক পুড়ে যায় আগুনে৷


ঝড় থামার মতোই,
থেমে গেলো আমাদের প্রেম৷
শুধু লণ্ডভণ্ড হয়ে গেলো সব,
             সমস্তকিছু৷