নীল পাঞ্জাবিতে তোমাকে বেশ মানাতো!
আমাকে নীল শাড়িতে৷
আমাদের প্রথম দেখা হয়েছিলো
শ্রাবণের মেঘ ঝরা বারিতে৷


বেদনার নীল পরেছিলাম কি না!
চেয়েছিলে তুমি জানতে৷
হেসে বলেছিলাম সাগরের কথা,
"যদি মন কাঁদে" গেয়েছিলে তুমি, পেয়েছিলাম মৃদু শুনতে৷


শনশনে ঝরা বৃষ্টির সুরে
ভেসে গিয়েছিলাম এক বরষায়৷
এতোকাল পর ভিজে গেলো ঘর
এখনো মন শুধু তোমাকেই চায়৷


চাতকের মতো বসে আছি একা
কতো শ্রাবণ জলে ভেসে যায়৷
সেই শ্রাবণের সেই দিনক্ষণ
এখনো জীবন্তই মনে হয়৷


হাত বাড়িয়ে যদি ডাকি আবার
এই শ্রাবণের ঘনো বারিতে!
আসবে কি তুমি পরে সেই নীল
যদি আসি আবার নীল শাড়িতে?