আবার বসন্ত এলে, আমরা ফুল হবো ৷
তুমি শিমুল, পারুল, পলাশ—
আমি রোদ্দুরে কৃষ্ণচূড়া ৷


প্রেমিকের দল হাত ভরে নেবে হাতে,
কিছু সযতনে খোঁপায়,
কিছু পাবে চোখ-মুখ-ঠোঁটের আদর,
কিছু বা পড়ে রবে
শেষ বেলার পথে ৷


আমরাও জগতের প্রেম নিয়ে মলিন হবো,
ঝরে যাবো শেষ বেলার বসন্তের হাওয়ায়  ৷