তুমি বললেই মেঘ করে বৃষ্টি হবে
তুমি বললেই আধখানা  চাঁদ জোছনা দেবে৷


তুমি বললেই বেদনা ভুলে যাবে ভায়োলিন
তুমি বললেই ব্যথারা হয়ে যাবে নিমিষে লিন৷


তুমি বললেই দীর্ঘ হবে রাত
তুমি বললেই বয়ে যাবে শান্ত জলপ্রপাত৷


তুমি বললেই মরুর বুকে ফুটবে হাজার ফুল
তুমি বললেই ভেঙে যাবে অতীতের সব ভুল৷


তুমি বললেই ভারত-বাংলাদেশ হয়ে যাবে মিত্র
তুমি বললেই পাল্টে যাবে বিরোধী-দলের চিত্র৷


তুমি বললেই সকাল বেলা শিশির জমবে ঘাসে
তুমি বললেই জোরা শালিক ডাকবে ভালোবেসে৷


তুমি বললেই বৃদ্ধ কবি আবার পড়বে প্রেমে
তুমি বললেই শহর জুড়ে বৃষ্টি আসবে নেমে৷