উনুনে খৈ ফোটে
বিষ ঢালা ঠোঁটে ,
জাগে উতলা শরীর
আগুন ভরে গভীর |


আদর পাখির দল
মেলে ডানা ,
ছুঁইতে তারে মানা
বুকে উড়ে কোলাহল |


আলতো হাতে আবছায়াতে
বুলিয়ে দেয় ঘুমপাড়ানি
  মৌনতার বুনো রাতে
মায়া ফুরায় অভিমানী;


মন্ত্র পড়া আনকোরা
একটু এগিয়ে গেলে
যায় সে চলে
যন্তর মন্তর সব বিফলে ;


মুখে মুখে জানাজানি
লোক চক্ষুতে মানহানি ,
পড়ে থাকে  ভেজা রুমাল
ঘোর ভাংগে ঘুম সকাল |


নারকেলের মত
বাহিরে শক্ত ভিতরে নরম ,
আছে যত ক্ষত
ভুলে থাকে বুকের পশম |