লেগেছে আকাশে রূপার
আলোর বিস্ফোরণ
চাঁদটাকে একটুখানি ছু'তে
  মন চাইছে ভীষণ ,


জোৎস্নার প্লাবনে হাওয়ায়
ভাসে হারানো মুখ
আকাশের নীল হৃদয়ের
হয়েছে সুখের অসুখ ;


বিষণ্ণ মন কেন সারাক্ষণ
থাকুক এখন ওসব কথা
ডাকছে দেখো রুপালী রাত
এলেবেলে ভাবছ অযথা ;


জোৎস্নার ফোঁটা দুহাতে ধরো
বুকেতে রাখো কুড়িয়ে
অন্ধকার আর নি:স্ববোধ
সব দাও উড়িয়ে ,


অবিনাশী নক্ষত্রের রাত
নৃত্যময় বুকের ব্যাকুল চাওয়া
বইছে হিম শীতল দিন
অন্তহীন হত যদি এই পাওয়া  |