জোছনা কাঁদে বিরহ বিষাদে
কান্নার ছায়া অভিমানী চাঁদে,
জোছনা হাসে জানালার পাশে
খুশির উচ্ছ্বাস দখিনা বাতাসে,


জোছনা ভরেছি নয়ন তারায়
জোছনা ধরেছি মোহ মায়ায়
জোছনা নিয়েছি আদিম আঙ্গুলে
জোছনা ঢেলেছি তোমার চুলে ,


তোমার  আমার নির্জন ভালবাসা বারবার
হাহাকার আর গাঢ় সবুজ অন্ধকার ,
জোছনার ছায়া স্পর্শ মায়া
আলোতে অন্ধ হবার মাতাল আবিষ্কার ।


তোমার আমার এই প্রেম যেন এক রূপকথা
অসীম জোছনায় বিজন ব্যথা,
দেখো এ তিথি এসেছে আবার
রুপালী আলোতে অন্ধ হবার ।


জোছনায় পুড়েছে রুপার নদী
জোছনায় ফলেছে  ফসল মাঠে
জোছনার ঢল নিত্য নিরবধি  
জোছনা জ্বলেছে সবুজ শীতল কাঠে ।