উদাস বিবাগী এই রাতে
আমি আর জোছনা পুড়ি একসাথে ,
মায়াবী মেঘ উড়ে সরে যায় বিষাদ
জেগে থাকে একসাথে রূপসী চাঁদ।


আউলা হাওয়ার বৈরাগী রাতে
সে যেন এসে হাত রাখে হাতে,
কুঁড়েঘর জোছনায় রুপালী প্রাসাদ
আমার আছে  ভীষণ আপন চাঁদ।


উত্তাল ঢেউ নদীতে রাত নিঝুম
চোখে রুপার মেঘ কেড়ে নিয়েছে ঘুম
শস্যহীন হৃদয় ভুমিতে সুজলা আবাদ
নি:স্ব হয়ে সর্বস্ব ঢেলে দেয় আমার চাঁদ।


(গভীর রাতে ফেরীর একটি কামরাতে বসে বসে জানালা দিয়ে রুপালী চাঁদ আমাকে আপ্লুত করেছে , ঠিক তখন এই লেখা)