ভাবনার আকাশের পাখি
তোমায় একটু খানি ছোঁব,
আমি যা ভাবি তুমি তা ভাবো
তোমার মাঝে থাকি তোমারই থাকবো।


লেখাগুলো তুমি তাই তাকিয়ে দেখি
তোমায় নিয়ে যত লেখা তুমি লেখার কালি,
তুমি ছাড়া কেমন করে লিখি
পাতাগুলো যেন শুনশান খালি।


হৃদয় বন্ধনের সাঁকো
আমি আমি যা দেখি তুমি কি তা দেখো?
আমি দেখি বন্ধ ঘর
বয়ে চলা দুঃখের নদী বিস্তর।


তুমি রঙ্গিন প্রজাপতির হাতছানি
আমি দেখি নীলপদ্ম,
তোমায় বানিয়ে স্বপ্নরানী
গড়বো একান্ত এক রাজ্য।


পাব না হয়তো পাবো
তুমি যা ভাবো আমিও তাই ভাববো,
লিখে ব্যথার কাব্য  না পাওয়া জুড়েই
তোমায় ছুঁয়ে তোমার হয়েই থাকবো।