দুজনাতে জড়িয়ে থাকা চাদরে
সুগন্ধ ভরে থাকে আদরে ,
সানাই সুরে মুর্ছা যায় নিন্দুক
বানাই ভিতরে আপন সিন্দুক ।


তোমার চুলের গন্ধ
আমার ভাল মন্দ,
সিন্দুকে ভরি তাই
তোমার চুলের সবটুকু সুগন্ধ ।


অকাস্মাৎ ফুরায় রাত
বসিয়ে উৎসবের আসর ,
প্রতিক্ষণেই আমার মাঝে
বানাই তোমার বাসর ।


তোমায় আমি মনেতে আনি
মানসপটে আঁকি,
চাতক পাখি হয়ে শুধু একলা একা
তৃষ্ণার্ত ডাক ডাকি ।


ফুলের বাগান যেমন জুড়ায় প্রাণ
তেমন তোমার বুকের তুমুল ঘ্রাণ,
নিঃশ্বাস সবটুকু করে বন্ধ
তোমার চুলের মাতাল গন্ধ ।


তোমার তুমুল ঘ্রাণ তুলে রাখি
মনের ভিতর শূন্য হলে
একটু একটু করে
সারা অঙ্গে মাখি ।