আসমানের ঐ মেঘমালা,
এ কোন আজব খেলা,
আলোতে কোথায় হারায়
আসমানের বুকের জ্বালা
এ কি  আজব খেলা ?


আসমান জমিন ভূখণ্ড
সব হয় লণ্ডভণ্ড,
ভূখণ্ডের ভূস্বামী
তার নামে ডাকি অন্তর্যামী ।


এ এক আজব খেলা
আলো আঁধারের সাঙ্গ লীলা,
আধারের চাবি তালা
আলোতে হয় সে বেলা,
এ কোন আজব খেলা ।