ছায়া দেয় মায়া দেয় সরায় দু:খ
বাবা এক বিশাল বৃক্ষ,
ফুল দেয় ফল দেয় বাড়ায় শোভা
মহীরুহ হয় জীবনের নিয়ন আভা |


বাবা বিনে বিলাপ বাক্য
কিছুই নাই উপভোগ্য,
শোধ হয় কি বাবাহীন
বাবার কাছে সন্তানের ঋন |


বাবা বিনা যায়না চেনা
নিজের ভিতর নিজেরে ,
বুকফাটা আর্তনাদে
বাবা বাবা বাবারে জাগে যে!


বাবার চেয়ে বেশি তবে
কে আর ভাবে ,
বাবার ছায়া বাবার মায়া
এর চেয়ে বেশি নাই কেউ স্বভাবে |


যত দিন পাবে এই ছায়া
ততদিন ভরবে বুকে মায়া ,
এ ভালবাসা শ্বাশত
বাবার সবটাই প্রশ্নহীন চিরায়ত ,


(দুই)


কেন এত  কাঁদে মন
সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন ,
পরান টানে মায়ার গানে
মা বাবা বিহীন পাই না খুঁজে কোন মানে |


সর্বোত্তম পৃথিবীর সব বাবা
এটা ধ্রুব সত্য ,
মায়ায় ছায়ায় বন্ধনে অনুশাসনে
ভরে উঠুক মর্ত্য |


মন খারাপের বিষন্ন ঝাপসা রাতে
খুঁজি তোমায় আবছায়াতে ,
হারিয়ে গেলে  যথাতথা
বুঝি এই মর্মব্যথা ,


বুঝতে গিয়ে এই মায়ার মর্ম
অসুখ বাধে ছোটে ঘর্ম ,
দিবস হয়ে থাকা আলোটুকু তার
বাবা তোমার জন্য কাটে অন্ধকার |


***.তের বছর আগে ফেব্রুয়ারীর বিশ তারিখে বাবার মৃত্যুবার্ষিকী ,    হারানোর আগে  আমরা বাবার আশ্রয়  এই হ্রদয়  - এই টুকু অনু্ধাবন করতে পারিনা , বাবাকে পৃথিবীর সব সন্তান অনুভব করুক এই কামনা |