সাগরের জল বহে দুচোখে
হিমালয়ের দুঃখ সহে বুকে,
যদি ভেঙ্গে যায় এই সব
যত্নে গড়া কোমল অনুভব।


সবুজ বৃক্ষ যদি ছায়া হারায়
বুঝবে কী ঝরাপাতার ভাষা,
এভাবে একদিন সব মরে যায়
বেঁচে থাকে শুধু ভালোবাসা।


এই অসম বিনিময়
কেন এমন হয়,
না পাওয়া জেনেও কেন
হৃদয় ছুঁয়ে থাকে হৃদয়।


মোহ মায়ার শক্ত দ্যুতি
সময়ের চাকায় মলিন অতি,
হয়তো মৃত পাঁজরে ভরে
বাঁচবে ভালোবাসা বহু বছর ধরে।